শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করলেন মাশরাফি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:৪০

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এ কর্ণারের উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  মোঃ আজিমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে  মাশরাফি বিন মর্তুজা শিক্ষার্থীদের বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু এবং মুক্তযুদ্ধ সম্পর্কিত বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে পারবে। আমি বিশ্বাস করি নড়াইলের প্রতিটি স্কুলে এ রকম উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকরা এই শিক্ষা যদি স্কুল পর্যায় থেকে দেন তাহলে সবাই সততার সঙ্গে বড় হবে।’

আরও পড়ুনঃ মধুখালীতে এক যুবকের লাশ উদ্ধার

অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু