শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিরলে ভূট্টাক্ষেতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মরদেহ

আপডেট : ২০ মে ২০১৯, ১৮:৩৯

দিনাজপুরের বিরল উপজেলায় একটি ভূট্টাক্ষেতের ভেতর থেকে সুমিত্রা মার্ডি (২৫) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মহেশ শিবপুর গ্রামের ভূট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমিত্রা মার্ডি একই গ্রামের বিস্তা মার্ডির স্ত্রী।

আরও পড়ুন: সাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, সকালে গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে মহেশ শিবপুর গ্রামের জনৈক জনাকুর ভূট্টা ক্ষেতের ভেতরে সুমিত্রা মার্ডির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, সুমিত্রার গলায় দাগ থাকায় ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে  লাশ ভূট্টা ক্ষেতের ভেতরে ফেলে দেওয়া হয়। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সুমিত্রার মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম