বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঘায় ডিজেল পান করে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৯, ২০:০৫

রাজশাহীর বাঘায় ডিজেল পান করে মৃত্যু বরণ করেছে নুর হোসের নামের এক শিশু। মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর হোসেনে উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের মুরাদ আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে নুর হোসেন (১৩) তার মায়ের সঙ্গে নাটোর সদর উপজেলায় নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে ঘরে রাখা ডিজেল তেল অসাবধানতায় খেয়ে ফেলে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। 

এদিকে, ঘটনার পরদিন মঙ্গলবার রাত ৮ টার দিকে তার অবস্থা আগের চেয়েও খারাপের দিকে এগোতে থাকে এবং ঘটনার এক পর্যায় ওই শিশু মৃত্যু হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় শিক্ষার্থী আদিল হত্যা মামলায় ৩ কিশোর গ্রেফতার

এই মৃত্যুর ঘটনায় জেলার রাজপাড়া থানায় ওই দিন রাতে একটি ইউডি মামলা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী। নুর হোসেনকে বুধবার বাদ যোহর নামাজের পর তার জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে