শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুবকের হাতের চার আঙুল কেটে নিলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ১৮ মে ২০১৯, ২০:২৫

রামদা দিয়ে এক যুবকের হাতের চার আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে। শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম জি এম তুষার। তিনি কলারোয়ার পাটুরিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন মেহেদি হাসান নাইস। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

জি এম তুষার জানান, দুপুরে মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েলসহ কয়েকজন নেতাকর্মী তুষারকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে রামদা দিয়ে তার ডান হাতের চারটি আঙুল কেটে দেন নাইস।

আরো পড়ুন: ইউটিউবে মুক্তি পাচ্ছে পপি অভিনীত ‘দি ডিরেক্টর’

আহতের বাবা মুনসুর গাজী বলেন, পাটুরিয়া গ্রামে ৩৩ শতক জমি নিয়ে তাদের সঙ্গে মন্টুদের বিরোধ চলছিল। এর জেরে এ ঘটনা ঘটায় মেহেদি হাসান।

কলারোয়া থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, থানায় মামলা দায়ের করেছেন আহত তুষারের চাচা আবু সিদ্দিক। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ