মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ১১ দোকান বিধ্বস্ত

আপডেট : ২০ মে ২০১৯, ১৩:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে বালারহাট বাজারের ১১ দোকান-পাট লণ্ডভণ্ড হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  রবিবার গভীর রাতে আকস্মিকভাবে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, এই ঝড়ে বালারহাট বাজারের একটি আড়াই শত বছরের পুরাতন আম গাছ দুমরে মুচরে পড়ে বাজারের ১১টি দোকান বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: কালুখালী উপজেলা পরিষদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম, গোবিন্দ্র চন্দ্র পাল ও কাসেম আলী জানান,  রাত দেড়টার দিকে বয়ে যাওয়া ঝড়ে পুরাতন আম গাছটি পড়ে তাদের দোকান লণ্ডভণ্ড করে দিয়েছে।   

খবর পেয়ে সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও ইউএনও মাছুমা আরেফিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন।

ইত্তেফাক/এমআরএম