বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাংনীতে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ মে ২০১৯, ০৮:২১

মেহেরপুরের গাংনীতে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘গোলাগুলিতে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, মাদক ও মোটর সাইকেল। মঙ্গলবার রাত ২টার দিকে করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাংনী উপজেলার করমদী মাঠপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোলাগুলির শব্দ শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিকটস্থ বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বুলবুল দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। গোলাগুলির উৎস খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ দেশীয় তৈরী একটি পিস্তল, ১ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। মরদেহটি গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুল ইসলামের বলে সনাক্ত করে স্থানীয়রা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের ৫ টি  মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম