শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁদপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৫৩

পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে চাঁদপুরে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চাঁদপুর রোটারী ভবনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়ুন: রাণীনগরে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

চাঁদপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।

বিষয়বস্তুর উপর বিস্তারিত আলোচনা করেন পরিবার পরিকল্পনা চাঁদপুরের সহকারী পরিচালক ডাঃ মো. ইলিয়াছ ও সহকারী পরিচালক সতী রাণী দে। প্রেস ক্লাব সভাপতি শহিদ পাটওয়ারী , সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর।

ইত্তেফাক/এমআরএম