শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেত্রকোনায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ

আপডেট : ২২ মে ২০১৯, ১৭:১০

নেত্রকোনার খালিয়াজুরীর বাঘাটিয়া ও গন্ডমারা গ্রামবাসীর মধ্যে মাছ ধরা নিয়ে সৃষ্ট সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে বাঘাটিয়া মালিখাল হাওরে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে বাঘাটিয়ার সত্যেন্দ্র (৫৫), মনোজ (৩০), রাজু (২৫) ও গন্ডামারার রনিকে (১৪) খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
   
স্থানীয়রা জানান, বাঘাটিয়া মালিখাল হাওরে অন্যান্য বছর ওই দুই গ্রামবাসী মিলে মাছ ধরতো। এবার বাঘাটিয়া গ্রামের লোকজন গন্ডামার গ্রামের লোকদের মাছ ধরতে বাধা দেওয়ায় এ সংর্ঘষ হয়। সংর্ঘষে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই পক্ষই বল্লম ও পাথর নিক্ষেপ করছিল ঘণ্টাব্যাপী। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে চালে রঙ মিশিয়ে বিক্রির অভিযোগে দোকানদারকে অর্থদণ্ড

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সরকারি জায়গা দখল করে মাছ ধরতে গিয়ে তারা সংঘর্ষে জড়িছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

ইত্তেফাক/কেকে