শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাদা চাউলে রঙ মেখে লাল করে বিক্রি, জরিমানা আদায়

আপডেট : ২২ মে ২০১৯, ১৭:৩১

চাউলে রঙ মেখে লাল চাউল হিসেবে বিক্রির অভিযোগে দোকানীকে অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল হরিরামপুর উপজেলায় অভিযান পরিচালনা করেন। 

সাদা চাউলে রঙ মিশিয়ে লাল বলে বিক্রির অভিযোগে ঝিটকা বাজারের মেসার্স জাকির রাইস এজেন্সিকে তিন হাজার, মেসার্স নিরঞ্জন রাইস ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল কসমেটিক্স বিক্রির দায়ে মেসার্স সুজন জরি হাউসকে পাঁচ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে মেসার্স অমিত ফার্মেসিকে ত্রিশ হাজার ও মেসার্স মাতৃভূমি ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট  ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

আরও পড়ুন: ‘ব্রিজটি নিচু দেখা গেলেও আসলে নিচু নয়’

অভিযানে সহযোগিতা করেন র‌্যাব- ৪ নবীনগর ক্যাম্পের একটি টিম, হরিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান।

ইত্তেফাক/অনি