বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অন্ধ হাফেজ জাহাঙ্গীরের চিকিৎসায় প্রয়োজন অর্থের

আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:৪৬

অন্ধত্ব পুরোপুরি দমাতে পারেনি তাকে। একে নিয়তি ভেবেই বেঁচে থাকার একটা উপায় বের করে নিয়েছিলেন হাফেজ মো. জাহাঙ্গীর আলম। কিন্তু হৃদরোগ তাকে পুরোপুরি বিপর্যস্ত করে দেয়। চিকিৎসার জন্যে অর্থ সংস্থান আর পরিবার-পরিজনের দুবেলার খাবার সংস্থান করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এখন তাকে।

ছয় বছর বয়সে অন্ধত্ব বরণ করার পর হাফেজি পড়ায় ভর্তি হন জাহাঙ্গীর। হাফেজি পাশ করার পর তারবিহ নামাজ পড়িয়ে আর হেফজ শিক্ষা দিয়ে জীবনে বেঁচে থাকার একটা পথ খুঁজে বের করেছিলেন জাহাঙ্গীর। কিন্তু ২০০৭ সালে হৃদরোগ দেখা দিলে পুরোপুরি অসহায় হয়ে পড়েন।

বর্তমানে আরো নানা রোগে আক্রান্ত তিনি। অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারছেন না। তার বাবা আবদুল জলিলও হতদরিদ্র। নবীনগরের সাতমোড়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়ে থেকে মানুষের সাহায্য-সহযোগিতাতেই এখন দিন পার করছেন জাহাঙ্গীর।

এর আগে নবীনগরের লাউর-ফতেহপুর হাফিজীয়া মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে এ গ্রামের মসজিদেই নামাজ পড়াতেন তিনি। একজন অন্ধ হাফেজের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষ হাত বাড়িয়ে দেবেন এই আশা করছেন জাহাঙ্গীর আর তার বৃদ্ধ বাবা-মা।

আরও পড়ুন: চান্দিনায় প্রেমিক যুগলের নগ্ন ভিডিও ধারণ, ইউপি সদস্য আটক

জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে। সংসারে বৃদ্ধা বাবা-মা ছাড়াও রয়েছে স্ত্রী ও তিন পুত্র সন্তান। সাহায্য পাঠানোর ঠিকানা মমতাজ বেগম , সঞ্চয়ী হিসাব নম্বর ৩৮৮০১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোম্পানীগঞ্জ শাখা, কুমিল্লা। মোবাইল : ০১৭৪৫১৪০৩৭৫।

ইত্তেফাক/নূহু