শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চৌদ্দগ্রামে পূর্ণি হত্যাকারীদের গ্রেফতার দাবিতে স্বজনদের মানববন্ধন

আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী তাহমিনা আক্তার পূর্ণি হত্যার বিচার ও ঘাতকদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহমিনার বাবা জয়নাল আবেদীন, চাচাতো ভাই আবদুল কাদের সোহাগ, সোহেল মিয়া, জামাল উদ্দিন, মোসলেহ উদ্দিন, ওসমান, খালা পারভিন বেগম, নাহিদা আক্তার ও বোন কেয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: অন্ধ হাফেজ জাহাঙ্গীরের চিকিৎসায় প্রয়োজন অর্থের

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে তাহমিনা আক্তার পূর্ণির বাবা জয়নাল আবেদীন বলেন, ‘যৌতুকের জন্য শ্বশুড়, শ্বাশুড়ি, দেবর ও ননদ কর্তৃক নির্যাতন চালিয়ে গত মঙ্গলবার রাতে আমার মেয়ে তাহমিনা আক্তার পূর্ণিকে হত্যা করেছে। পরে তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। আমি পূর্ণির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার দাবি করছি।’

উল্লেখ্য, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু