শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাগেশ্বরীতে হঠাৎ অজ্ঞাত রোগে ৯ জন অসুস্থ

আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:৪২

নাগেশ্বরীতে হঠাৎ করে অজ্ঞাত রোগে একই পরিবারের ৬ জনসহ ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট গ্রামে এ ঘটনা ঘটে। ২নং ওয়ার্ড ইউপি সদস্য রতন রায়ের পরিবারের লোকজন সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর একে একে সকলে প্রচণ্ড মাথা ব্যাথা অনুভব করে। এরপর তারা শরীরে দুর্বলতা অনুভব করে। তারপর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

তাদের এ অবস্থা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের মধ্যে ৩জন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রতন রায় বাড়ি ফিরে তাদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

সেখানে জ্ঞান ফিরে এলে রতনের ছোট ভাই রনি রায় জানান, দাদা ওইদিন বাড়িতে না থাকায় তার কক্ষ তালাবন্ধ ছিল। সকালে ওই কক্ষের দরোজা খুলতেই প্রথমে মেজ ভাই রানা রায় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে পরিবারের সকলেসহ প্রতিবেশীদের কয়েকজন অসুস্থ হন। 

রতন রায় জানান, শুক্রবার রাতে তিনি কুড়িগ্রামের বাসায় যান। শনিবার দুপুরে খবর পেয়ে গ্রামের বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় তাদের নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধকালীন বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ

সংবাদ পেয়ে রাতে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নির্মলেন্দু রায় মানিক জানান, অনুমান করা হচ্ছে কেউ হয়তো কোন কারণে ওই কক্ষে চেতনানাশক জাতীয় ঔষধ স্প্রে করেছে। এর প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে।

ইত্তেফাক/নূহু