মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে সুরভীর নাম পরিবর্তনের জন্য বিক্ষোভ-স্মারকলিপি

আপডেট : ২৭ মে ২০১৯, ১২:৫১

রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট সুরভী উদ্দ্যানের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর ছোট ছেলে ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাই শেখ রাসেলের নামে নামকরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।

রবিবার দুপুরে কালেক্টরেট সুরভী উদ্দ্যান চত্বরে মানববন্ধন বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক,  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম সুইট, সহকারি সমন্বয়ক অন্তর রহমান, আজাইমুল আমিন জিতু, মারুফ আমান ও রংপুর বিভাগীয় সদস্য সোহাগ আহমেদ।  

আরও পড়ুন: কুড়িগ্রাম কেনো দারিদ্রের শীর্ষে’ জান‌তে চে‌য়ে মানববন্ধন

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সুরভী উদ্দ্যানের সামনে মানববন্ধন করে তারা।

ইত্তেফাক/এমআরএম