শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাদারীপুরে প্রাথমিকে প্রধান শিক্ষকের ১০৭টি পদ শূন্য

আপডেট : ২৭ মে ২০১৯, ১৩:৪৮

মাদারীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ১০৭টি এবং পদোন্নতি যোগ্য শূন্যপদ ২৯টি। প্রধানশিক্ষকের এই পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরদিকে প্রশাসনিক কাজে গতি হারাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার প্রধান শিক্ষকের শূন্য ১০৭টি পদের মধ্যে একমাত্র কালকিনি উপজেলাই ৩৯টি পদ শূন্য রয়েছে। এছাড়া মাদারীপুর সদর উপজেলায় ৩৬টি, শিবচর উপজেলায় ২৫টি এবং রাজৈর উপজেলায় ৭টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে ৪৫০ বোতল ফেন্সিডিল আটক

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ মাদারীপুর জেলায় বর্তমানে প্রধান শিক্ষকের ১০৭টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে ৭৮টি সরাসরি নিয়োগ যোগ্য এবং ২৯টি পদোন্নতি যোগ্য শূন্য পদ রয়েছে।

সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যসহ এলাকার অভিভাবকরা জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলোতে প্রধানশিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/এমআরএম