শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৯, ১৭:৫৮

মতলব দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামে গত ২৬ মে রবিবার ইফতারের পূর্বে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইফতারের পূর্বে উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মজুমদার বাড়ির মোস্তফা মুন্সির বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় মিলন বেগম স্টিলের আলমিরা থেকে রক্ষিত স্বর্ণালংকার আনতে গেলে  গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় তিনি ঝলসে যান। ঘটনাস্থলেই মারা যান।

অগ্নিকাণ্ডের খবর শুনে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয় এবং অগ্নিকাণ্ডে নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: মতলবে শিশু ধর্ষণের চেষ্টায় যুবক আটক

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম, থানার ওসি একেএমএস ইকবাল ঘটনাস্থল ও স্থানীয় চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন। 

ইত্তেফাক/নূহু