শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছাত্রলীগ নেতার বাড়িতে জুয়ার আসর, আটক ৬

আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:১৯

নাটোরের সিংড়ার চৌগ্রামে ছাত্রলীগ নেতার বাড়িতে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এসআই পলাশের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অভি দেবের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিদেব চৌগ্রাম স্কুলপাড়ার উত্তম কুমারের ছেলে।

আটককৃতরা হচ্ছে- বড়চৌগ্রামের মৃত শাহাদত তালুকদারের ছেলের রফিক (৩৭), মিন্টুর ছেলে শরিফুল (২৪), শুকুর আলীর ছেলে হাকিম (২৭), জালালের ছেলে আলামিন (২২), আসকানের ছেলে নুর নবী (২২) এবং শ্রীকোল গ্রামের শাহেদ আলীর ছেলে তাইজুল (২৫)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি অভি দেব ডাকঘরের পিছনে তার নিজ বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে নিয়মিত জুয়া খেলতে আসত জুয়ারিরা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সিংড়া থানার এসআই পলাশের নেতৃত্বে ছাত্রলীগ নেতা অভি দেব বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলা অবস্থা ৬জনকে আটক করে পুলিশ। অভি দেব সহ পালিয়ে যায় অন্যরা। এসময় জুয়ার আসর থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং তাস জব্দ করা হয়।

সিংড়া থানার উপ-পরিদর্শক পলাশ চন্দ্র জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি