শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে ঘুষ না পেয়ে দিনমজুরের পা ভাঙলেন এএসআই

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৩:৪১

রাজশাহীর দুর্গাপুরে ঘুষ চেয়ে না পেয়ে সাইদুল ইসলাম (৫৫) নামের এক দিনমজুরের পা ভেঙে দিয়েছেন এএসআই হাফিজ। মঙ্গলবার সন্ধ্যায় হোজা অনন্তকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত সাইদুলকে আহত অবস্থায় রাতে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহত সাইদুল উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা। তবে এএসআই হাফিজ ঘুষ দাবি বা মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

চিকিত্সাধীন সাইদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, পুত্রবধূর অভিযোগের প্রেক্ষিতে তার ছেলে আসাদুল ইসলামকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে এএসআই হাফিজ। এরপর তাকে থানায় না নিয়ে হোজা অনন্তকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। খবর পেয়ে ছেলেকে ছাড়াতে সেখানেই যান তিনি। এ সময় তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই হাফিজ। ঘুষের টাকা দিতে অপারগতা জানালে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। এ সময় তার কাছে থাকা ৯০০ টাকা এএসআই হাফিজকে দিতে চান। টাকা কম দিতে চাওয়ার কারণে তাকে ক্ষুব্ধ হয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেন হাফিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। যদিও গভীর রাতে তার ছেলে আসাদুলকে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীকে বাড়ি ছাড়ার নোটিস

এএসআই হাফিজ অভিযোগ অস্বীকার করে বলেন,মারধরের কোন ঘটনা ঘটেনি। আর ঘুষ দাবি করার বিষয়টিও ভিত্তিহীন।

ইত্তেফাক/আরকেজি