শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদেশ ফেরত নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় চালক ও হেলপার ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৩৯

মানিকগঞ্জের ঘিওরে জর্ডান ফেরত এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় বাসের চালক ও হেলপারকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম রওশন জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮নং আদালতে তোলা হয়। তারপর পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত এ সময় ৩দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন। পরে একটি বাসে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে বাসটি পরিবর্তন করে স্বপ্ন পরিবহনের একটি বাসে ঘিওরের উদ্দেশ্যে রওয়ানা হন। ওই বাসের চালক নায়েব আলী ও হেলপার সোহাগ কৌশলে অন্য যাত্রীদের পথের বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। পরে ঘিওরে পয়লা এলাকায় আসার পর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে তারা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অটো রিকশাচালক আটক

তখন ওই নারী কৌশলে বাস থেকে লাফ দেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই বাসসহ হেলপার ও চালককে আটক করে।

ইত্তেফাক/নূহু