মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে নজরুল-রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৯:০৮

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনের কর্মসূচিতে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান আলোচক ছিলেন একাডেমি নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন। অন্যান্য আলোচক ছিলেন নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার, গাব্রিয়ল হাঁসদা ও কামিল্লা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক মানুয়েল সরেন। অতিথিরা কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: লন্ডনের মেয়র ‘একটি দুর্যোগ’ : ট্রাম্প

আলোচনা শেষে অনুষ্ঠিত নজরুলগীতি, রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নজরুল নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

ইত্তেফাক/এমআরএম