ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া গ্রামের পাট ক্ষেত থেকে সোহেল রানা (২০) নামে মসজিদের মুয়াজ্জিনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের বকতিয়ার আলির ছেলে। কালীগঞ্জ উপজেলার চাঁপালী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, মাঠে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশের পরনে কোন কাপড় ছিল না। পাশে পাঞ্জাবি ও পাজামা পড়ে ছিল। পুলিশের ধারণা অন্য কোন স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উদ্ধারের পর লাশটি পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পিছনে নারী ঘটিত কোন ঘটনা জড়িত আছে বলে পুলিশের ধারণা।
জুলিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্বীকার করেছে।
আরো পড়ুন: দেশে ফিরবে ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি
চাঁপালী মসজিদের ঈমাম আবু হাসান জানান, মুয়াজ্জিন সোহেল রানা সোমবার ভাইয়ের বাসায় যাওয়ার কথা বলে বিকালে ছুটি নিয়ে যান। মঙ্গলবার ভোরে এসে ফজরের আযান দেওয়ার কথা ছিল। না আসায় তার ভাইকে খবর দেওয়া হয়। পরে জানা যায় তিনি খুন হয়েছেন।
ইত্তেফাক/এমআই