শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজাদ মিয়া হত্যা: প্রধান আসামি কারাগারে

আপডেট : ১৮ জুন ২০১৯, ২০:২২

সুনামগঞ্জের হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার নুরুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হন আজাদ মিয়া। ১৮ মার্চ রাতে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই নাট্যকার আফরোজ রায়হান। পুলিশ ঘটনার পর তিনজনকে খুনের আলামতসহ গ্রেফতার করে।

আরো পড়ুন: তুরস্কের মসজিদে মসজিদে মুরসির গায়েবানা জানাজা

গ্রেফতারকৃতরা হত্যকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এই মামলায় প্রধান আসামি মো. নুরুল হক হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। 

মঙ্গলবার নিম্ন আদালতে হাজিরা দিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ইত্তেফাক/এমআই