শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিবালয়ে নিষিদ্ধ থ্রি-হুইলারের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:৪১

শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে হ্যালোবাইকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম নুপুর (৯)। সে স্থানীয় কাপড় ব্যবসায়ী নজর আলীর একমাত্র কন্যা। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। একমাত্র সন্তান হারিয়ে পিতা-মাতা এখন পাগল প্রায়।

জানা গেছে, নুপুর রাস্তা পার হতে গেলে হ্যালোবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। তখন তার গলার ওপর দিয়ে চাকা উঠে যায়। স্থানীয় লোকজন নুপুরকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হ্যালোবাইকের চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: রমেকের প্রভাষক ডা. সোহেলী সুলতানাকে হাইকোর্টে তলব

উল্লেখ্য, তিন চাকার নিষিদ্ধ যানবাহনে প্রায়শই হতাহতের ঘটনা ঘটছে। ঢাকা-আরিচা মহাসড়ক ও বিভিন্ন সংযোগ রাস্তায় থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ হলেও সংশিষ্ট হাইওয়ে পুলিশের রহস্যজনক ভূমিকায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। তবে, বরংগাইল হাইওয়ে পুলিশ রাস্তায় হ্যালোবাইক চলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ইত্তেফাক/নূহু