বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সবুজ জয়ী

আপডেট : ১৮ জুন ২০১৯, ২৩:০৭

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মতিন চৌধুরীকে ১১ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী এসএম শহিদুল্লাহ সবুজ। সিপিবি নেতা শহিদুল্লাহ সবুজ ঘোড়া প্রতিকে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান হলেন।

কামারখন্দের ৪টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এসএম শহিদুল্লাহ সবুজ পান ২৫ হাজার ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার মতিন চৌধুরী পেলেন ১৩ হাজার ৭৮৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ১৮ হাজার ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সেলিম রেজা সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জয়নাল আবেদীন মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্পা খাতুন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মোট প্রাপ্ত ভোট ৪৩ হাজার ১৪৬ ভোট এর মধ্যে ৪২ হাজার ২৫১ ভোট বৈধ আর বাকি ৮৯৫টি ভোট অবৈধ। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন রাত সাড়ে ৯টায় উপজেলা হলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। দলের তৃনমুল নেতাকর্মীদের দীর্ঘদিনের পুঞ্জিভুত ক্ষোভের পাশাপাশি নৌকার প্রার্থীর দাম্ভিকতাই এ ভরাডুবির মূল কারণ বলে দলীয়ভাবে জানা গেছে।

ইত্তেফাক/আরকেজি