শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৫:৪৮

কিশোরগঞ্জে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল আওয়াল, আলামিন ও আবদুল করিম। এই সঙ্গে তাদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-সাফিয়া খাতুন, আবদুল কাদির ফকির, সুফল, সোহেল, রিপা আক্তার, মোছা. জহুরা খাতুন ওরফে ওজুফা ও আবদুল রউফ ফকির।  

 

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আওয়াল, যাবজ্জীবনপ্রাপ্ত সুফল ও সোহেল পতালক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আরো পড়ুন : দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন ট্রাম্প

২০০৫ সালের ২ ডিসেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চান শিবলা গ্রামের এরশাদুল ইসলাম চয়ন নামে এক ব্যক্তিকে হত্যা করে আসামিরা।  এ ঘটনায় চয়নের বাবা জহিরুল ইসলাম রতন মামলা দায়ের করেন।

 

ইত্তেফাক/ইউবি