শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুঘটনায় শিক্ষক নিহত

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৩৪

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক প্রাইমারী শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহামুদুল ইসলাম (৩৫)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি আলতাফের স্ট্যান্ডে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি বাজারের আলতাবের স্ট্যান্ডের পাশে রংপুর থেকে আসা একটি ট্রাকের চালক ট্রাকটিকে সড়কের পশ্চিম দিকে দাঁড় করিয়ে রেখে মসজিদে নামাজ আদায় করতে যায়। 

এ সময় গাড়াগ্রাম বাজার থেকে রণচন্ডি আফতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুল ইসলাম নিজ বাড়িতে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। সোনাকুড়ি বাজারের আলতাবের স্ট্যান্ডে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান।

পরে ট্রাক চালক এসে ট্রাকের নিচে মাহমুদুলের লাশ দেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী মাহমুদুলের লাশ দেখে থানায় খবর দেয়।

আরও পড়ুন: গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচাজ হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু

ইত্তেফাক/নূহু