বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালীগঞ্জে ৪শ শিক্ষার্থীর হাতে পরিবেশ বান্ধব গাছ

আপডেট : ২০ জুন ২০১৯, ১৩:১৯

বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ শিক্ষার্থীর হাতে ৪ শত ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন ইউএনও।

আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়লো শতাধিক বস্তিঘর

এর আগে ‘বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত গড়ি’ প্রতিপ্রাদ্যে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যা লী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টও (অপারেশন) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. শিবলী সাদিকসহ অন্যান্য অতিথিরা একটি ফলদ গাছের চারা রোপন করেন।

ইত্তেফাক/এমআরএম