বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রেন দুর্ঘটনার পর চোরের উপদ্রব বেড়েছে

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:৫৪

 

ট্রেন দুর্ঘটনার পর কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। উদ্ধারের বদলে যাত্রীদের মালামাল নিয়ে সটকে পড়ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি। 

মৌলভীবাজারের কুলাউড়ায় খালে ছিটকে পড়া ট্রেনের বগি উদ্ধার কার্যক্রম শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে। এতে ৫জন নিহতের খবর পাওয়া গেছে। তবে দায়িত্বশীল কেউ এখনও স্বীকার করেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।

এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে ট্রেনটির যাত্রীরা জানিয়েছেন। নদীতে ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী।

ইত্তেফাক/আরকেজি