বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৪২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়কোলগ্রামের পেতাগাড়ি বাজারে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছে। পেশায় দুইজনই ইলেক্ট্রিক মিস্ত্রি।

নিহতরা হলেন, মোস্তফাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৮) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইয়াছিন আলী (২৮)।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, দুপচাঁচিয়া উপজেলার বড়কোল গ্রামের আব্দুল কাদেরের ছেলে এনামুলের বাসায় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যার বাড়িতে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে তিনি পলাতক রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি  উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল  ইসলাম জানান, ‘নিহত দুইজন পল্লীবিদ্যুতের কর্মী না। তারা কী কাজ করতে গিয়ে মারা গেছেন সে বিষয়ে তার জানা নেই।’

ইত্তেফাক/আরকেজি