মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুঠিয়ায় আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৯:৪২

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থেকে আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শনিবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার সকালে র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, আটক জঙ্গিদের কাছ থেকে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৪টি ককেটল, ১০টি জিহাদি বই, ৮টি জিহাদি নোটবই জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ভরুয়াপাড়া গ্রামের আনসার আলীর স্ত্রী আফরোজা বেগম (৫৫), তার ছেলে আনিসুর রহমান ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের আজিজুল আলমের ছেলে রুহুল আমিন (৩১) ও নিজাম উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (৩৭) এবং ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক তালহার ছেলে আবু তালহা (২১)।

আরো পড়ুন: শতভাগ ভোট পড়া কোনও স্বাভাবিক ঘটনা নয়: সিইসি

র‌্যাবের অতিরিক্ত এসপি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪টি ককটেল, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দু’টি ম্যগিজিন, ১০টি জিহাদি বই ও ৮টি জিহাদি নোটবই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। 

ইত্তেফাক/এমআই