মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নবীনগরে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৯ সালের পরীক্ষা

আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৩১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৯ সালের পরীক্ষা নেওয়া হয়েছে। শনিবার ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষায় এমনটি হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখে, ‘পরীক্ষার ফি নেওয়ার পরও প্রধান শিক্ষক কেন গত বছরের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিচ্ছেন? এ রকম হলে ছেলেমেয়েদের জীবন শেষ হয়ে যাবে।’

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রিন্টিংয়ে ২০১৯ সালের স্থানে ভুলক্রমে ২০১৮ ছাপা হয়েছে। প্রশ্নপত্র নতুনভাবেই করা হয়েছে।’

আরও পড়ুন: বড়কুঠির মালিকানা সংস্কৃতি মন্ত্রণালয়কে হস্তান্তর, রাবি শিক্ষকদের ক্ষোভ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, ‘এমনটি হওয়ার কথা নয়, বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু