মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যশোরে বোমা হামলায় ৭ জন আহত

আপডেট : ৩০ জুন ২০১৯, ২২:৪৩

যশোর শহরতলীর বিরামপুরে বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে ৭ জন আহত হয়েছেন। তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বিরামপুরের ফয়সল হোসেন সাজ্জাদ (২২), আকাশ হোসেন (১৯), মিরাজ হোসেন (১৯) ও রাজু।

এছাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মামুন হোসেন (৩২), তামিম হোসেন ও সাগর হোসেন (২২)। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে। তারা হলেন, বিরামপুরের ফকিরার মোড়ের ইমরান খান ও একই এলাকার নাহিদ হাসান।

স্থানীয়রা জানান, সাজ্জাদ, আকাশ ও মিরাজের বন্ধু হাসিফকে গত শুক্রবার বিয়েবাড়ির অনুষ্ঠানে একই এলাকার রাজু ও আল আমিনসহ কয়েকজন ছুরিকাঘাত করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রবিবার বেলা ১২টার দিকে সাজ্জাদ, আকাশ, মিরাজসহ কয়েকজন বিরামপুর ভাটার গুলগোল্লা মোড়ে গেলে প্রতিপক্ষের দুর্বত্তরা তাদের ওপর বোমা নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

আরও পড়ুন: রংপুরে কন্যা হত্যার দায়ে পিতা-মাতার যাবজ্জীবন কারাদণ্ড

এ ঘটনায় উভয়পক্ষের সাজ্জাদ, আকাশ, মিরাজ ও রাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিরামপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/নূহু