বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়া জেলা মোটর শ্রমিক সভাপতির বিরুদ্ধে দুদকে মামলা

আপডেট : ৩০ জুন ২০১৯, ২৩:০৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মন্ডলের বিরুদ্ধে দুদকে মামলা দায়ের হয়েছে। রবিবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ে সহকারী পরিচালক রবীন্দ্র নাথ চাকী দুদকে এই মামলা দায়ের করে। দুদক আইনের সংশোধনী বিধিমালায় প্রথম এই মামলা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে করা হয়। 

আব্দুল লতিফ মন্ডলের বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২০১৬ সালের ১৮ আগস্ট আব্দুল লতিফ মন্ডল দাখিলকৃত তার সম্পদ বিবরণীতে শুধুমাত্র ১৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেন। তার ওই সম্পদ বিবরণী দুদক অনুসন্ধান তার ৩৬ লাখ ৮৭ হাজার ৮৮ টাকা সমমূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান।

আব্দুল লতিফ মন্ডল ২০১৫-১৬ কর বর্ষে প্রথম বারের মত আয়কর রিটার্ন দাখিল করেন। দুদকের অনুসন্ধানে আব্দুল লতিফ মন্ডল জ্ঞাত আয় বহিঃর্ভূত ১৯ লাখ ৭৭ হাজার ৮৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন।

ইত্তেফাক/আরকেজি