শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ২৪ লাখ টাকা চুরি

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:৩৭

কৃষি ব্যাংক মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার শাখায় বুধবার (১০ জুলাই) রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের ভোল্টের তালা ভেঙ্গে নগদ টাকা, প্রাইজবন্ড চুরি হয়েছে। সন্দেহজনকভাবে পুলিশ ব্যাংকের নাইট গার্ড মো. মোস্তফাকে (৪০) আটক করেছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। 

ব্যাংক ম্যানেজার জানান, সকাল সাড়ে ৯টার দিকে নাইট গার্ড মোস্তফা ফোন করে জানায় ব্যাংকের দরজা ও ভোল্টের তালা ভাঙ্গা। পরে ব্যাংকে এসে ভোল্ট কক্ষের দরজা ও ভোল্টের তালা ভাঙ্গা দেখতে পাই। ওই কক্ষের সামনের জানালার গ্রিল ভাঙ্গা ছিলে।

আরও পড়ুন: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। সকাল সাড়ে ১০টায় বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ভোল্টে রাখা নগদ ২৪ লাখ ১১ হাজার ১০৫ টাকা ও একশ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড নেই। নাইটগার্ড সম্ভবত রাতে ব্যাংকে ছিলনা।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ চলছে।

ইত্তেফাক/অনি