শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রাম-বান্দরবান রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ দুদিন ধরে বন্ধ

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:৩৯

সাম্প্রতিক টানা বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে রাস্তা ভেসে যাওয়ায় এবং পাহাড়ি সড়কের মাটিতে ধ্বস সৃষ্টি হওয়ায় দুদিন ধরে চট্টগ্রাম-বান্দরবান ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকায় এই যোগাযোগ শিগগির চালু হওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।

সাতকানিয়ার কেরানিহাট-বান্দরবানের বিস্তীর্ণ সড়ক এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে যাওয়ায় বুধবার থেকে চট্টগ্রাম-বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধ্বস সৃষ্টি হওয়ায় বুধবার থেকে ঐ রুটেও কোনো ধরনের যানবাহন চলছে না বলে পরিবহন সূত্রগুলো জানায়।

আরও পড়ুন: ভোলার চরফ্যাশনে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যেতে পারে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে আশংকা ব্যক্ত করা হয়েছে।

ইত্তেফাক/নূহু