শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আ. রউফ বেসরকারীভাবে নির্বাচিত

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:০২

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫টি কেন্দ্রে শান্তিপূর্নভাবে চেয়ারম্যান পদে পূনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে কেন্দ্র গুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

আগের ৪টি কেন্দ্রেসহ মোট ৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে দশ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মো. আব্দুর রউফ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী মহিউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ১০৭ ভোট। 

আরও পড়ুন: উদ্ধার করা যায়নি সব গুলো ওয়াগন

জেলা নির্বাচন অফিসার  নাজমুল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

উল্লেখ, গত ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও বাকি ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। এই ৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা নয় হাজার ২২১ জন। 

ইত্তেফাক/অনি