বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নবীগঞ্জে বিপদসীমার ওপরে কুশিয়ারার পানি

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৮:৪৫

হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের নিকটবর্তী পারকুল এলাকায় নদীর বাঁধের মাত্র ১ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

যে কোন সময় বাঁধ উপচে পাওয়ার প্ল্যান্ট আক্রান্ত হওয়ার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে শুক্রবার সকাল থেকে বাঁধের ওই স্থানে বালুর বস্তা ফেলে তা উঁচু করার চেষ্টা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 

তিনি বলেন, ‘আমিসহ পাউবোর জেলার কর্মকর্তারা সকাল থেকে নদীর তীরে অবস্থান করছি। সেখানে আমরা বাঁধ রক্ষার কাজ তদারকি করছি।’

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২

জানা গেছে, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীতে শুক্রবার সকাল থেকে পানি বাড়তে থাকে। দুপুরের পর পানি বিপদসীমার ওপরে চলে যায়। সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ইত্তেফাক/নূহু