শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলায় মাদকসেবীদের আত্মসমর্পণ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৬:০৮

ভোলায় আরো মাদকসেবী আত্মসমর্পণ করেছে। সোমবার বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের আট জন মাদকসেবী আত্মসমর্পণ করে। এদের মাঝে সেলাই মেশিন ও বিতরণ করা হয়।

পুলিশ জানায় ইতোমধ্যে ভোলায় ১৩৮ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।  

বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, গত দেড় বছরে বরিশাল বিভাগে এক হাজার দুই শত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এরমধ্যে তিন শতজন নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে জিরো টলারেন্সের আহবান জানান। 

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচ