শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উলিপুরে ট্রেন লাইনচ্যুত, আহত ১০

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২৩:৫৮

কুড়িগ্রামের উলিপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এতে উলিপুর-চিলমারী সড়কে এক ঘণ্টা যান-চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেল চারটার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের রেল ঘুন্টি নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডাউন রমনা থেকে তিস্তাগামী ট্রেনটি ওই স্থানে আসলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় উলিপুর-চিলমারী সড়কে যান-চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

সহকারী নির্বাহী প্রকৌশলী সাঈদুর রহমান চৌধুরী বলেন, বগির হুইলের সমস্যা ও লাইনে পাথর না থাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম-রমনা রেল লাইনটির দীর্ঘদিন থেকে বেহাল দশা। লাইনের পর্যাপ্ত পাথর, স্লিপার, নাট-বোল্ট, পিনসহ লাইনের প্রয়োজনীয় ধারণ ক্ষমতা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ পথে ট্রেন চলাচল করছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার শফিক আহমেদ বলেন, কুড়িগ্রাম-রমনা রেল লাইনের সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম