শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাসপোর্ট করতে গিয়ে সাজানো বাবাসহ রোহিঙ্গা নারী কারাগারে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:৫৪

পাসপোর্ট করতে গিয়ে সাজানো বাবসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে সন্ধ্যায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।     

তারা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়ার ফজর আলীর ছেলে আমির হোসেন (সাজানো বাবা) ও উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে রোহিঙ্গা ছেনুয়ারা বেগম (২১)।

জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, তার ফাতেমা খাতুন নামে একটি মেয়ে রয়েছে। ছেনুয়ারাকে ফাতেমা সাজিয়ে পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট উপস্থাপন করেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, উভয়ের কথাবার্তায় সন্দেহজনক মনে হয় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদের ফাঁকে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। খবর দেয়া হলে পুলিশ এসে দুইজনকে আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করে উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি