শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঘূর্ণিস্রোত, থেমে থেমে চলছে ৬টি ফেরি

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:১২

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে তীব্র ঘূর্ণি স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধের উপক্রম হয়েছে। ঘাট সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের মাঝখানে একটি চর জেগে দু’টি চ্যানেল তৈরি হয়েছে। এ কারণে পাশাপাশি দু’টি ফেরি চলতে পারছে না। স্রোতের তীব্রতায় লৌহজং টার্নিং পয়েন্ট অতিক্রম করতে গিয়ে ফেরিগুলো স্রোতের কবলে পড়ছে। ফলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসা ছোট ফেরিগুলো চ্যানেলের মুখে এসে স্রোতের কারণে আবার ফিরে যেতে বাধ্য হয় শিমুলিয়া ঘাটে। এই নৌরুটে মোট ১৪টি ফেরির মধ্যে থেমে থেমে চলছে ৬টি ফেরি।

বুধবার সকালে সরেজমিনে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায়, কোন কোন গাড়ি ৪দিন ধরে পাড়ের অপেক্ষায় ঘাট এলাকায় বসে মনবেতর জীবন যাপন করছে।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার আয়নাল বলেন, আজ চার দিন ধরে ঘাটে পড়ে আছি। পকেটে টাকা নেই, খাবারে কষ্ট করতেছি, বাড়িতে বাবা-মা চিন্তা করতেছে, জানি না এখান থেকে কবে মুক্তি পাবো।

যানজট নিরসনের বিষয়ে জানতে চাইলে ইলিয়াছ আহম্মেদ চেীধুরী কাঁঠালবাড়ির ফেরি ঘাটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (টিআই) উত্তম কুমার শর্মা বলেন, তীব্র ঘূর্ণি স্রোতের কারণে আজ কয়দিন ধরেই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। থেমে থেমে চলছে দুই এটকা ফেরি। একারণেই মূলত ঘাট এলাকায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় ঘাটের ৪টি ট্রার্মিনালে পর্যাপ্ত গাড়ি রয়েছে। আরো চাপ বাড়লে বিকল্প হিসাবে বাইপাশ সড়ককে ব্যবহার করার সিন্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল সালাম মিয়া বলেন, লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণি স্রোতের কারণে ফেরি চলাল কিছুটা ব্যাহত হচ্ছে। এই কারণে ঘাট এলাকায় প্রায় ৫ শতাধিত যানবহন পারের অপেক্ষায় আছে।  বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরির মধ্যে ধীরগতিতে ৬টি ফেরি দিয়ে পারাপার সচল রেখেছি। অ্যাম্বুলেন্সসহ পচনশীল কাঁচামালবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। স্রোত কমলেই চলাচল স্বাভিক হবে। 

ইত্তেফাক/এমআই