বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিআইডব্লিউটিএর অভিযান : ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৩:১২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুধবার দোলেশ্বর হতে পানগাঁও পর্যন্ত বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে একটি দোতলা ভবন, ছয়টি এক তলা ভবন, ২৩টি আধাপাকা ভবন, ৩১টি টিনের ঘরসহ মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় তিন দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত, ৮৮ লাখ ২০ হাজার টাকার মালামাল নিলাম এবং দু’লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছিল না

বিআইডব্লউটিএর ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, এক তলা ভবন ৬ টি, দ্বিতীয় তলা ভবন ১ টি, আধাপাকা সেট ২৩ টি  ও টিনসেট ৩১ টি সহ মোট ৬১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ  করা  হয়েছে। উচ্ছেদের পাশাপাশি বুড়িগঙ্গা নদীর পাড় অবৈধ ভাবে দখল করা প্রতিষ্ঠান গুলির বিভিন্ন সামগ্রী নিলাম বিক্রি করে ৮৮ লাখ ২০ হাজার টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আগামী ২২ জুলাই সকাল ৯টা হতে মুন্সিখোলা থেকে পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, ধর্মগঞ্জ অভিমুখে এক নাগাড়ে তিন দিন বুড়িগঙ্গা নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান চালানো হবে।

ইত্তেফাক/এমআরএম