শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বোমা বানাতে গিয়ে আহত হাকিমের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১০:২৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত চুয়াডাঙ্গার হাকিম মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরি গ্রামের আবু বক্করের ছেলে হাকিম গোপনে নিজ ঘরে বোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারে হাকিম মারাত্মক আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: প্রেমের টানে আমেরিকান নারী এখন লক্ষ্মীপুরে

দামুড়হুদার থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বুধবার রাতে বলেন, আহত হাকিম সন্ত্রাসী প্রকৃতির। তার বাবা বক্কর এলাকায় ডাকাত নামে পরিচিত ছিলেন। সে বিভিন্ন অপরাধী চক্রের কাছে বোমা বানিয়ে বিক্রি করতেন। হাকিমের বিরুদ্ধে মামলা রয়েছে।

ইত্তেফাক/আরকেজি