শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রিয়া সাহার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:২৮

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট বাংলাদেশের প্রিয়া সাহা অসত্য তথ্য উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হযেছে।

সোমবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে ‘সচেতন ঈশ্বরদীবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুণ্ডুর সঞ্চালনায় প্রিয়া সাহার ভয়ঙ্কর মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা চান্না মণ্ডল, চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, শিল্প ও বণিক সমিতির সদস্য ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাশার, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক সুনিল চক্রবর্তি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, ডিডিপি মিউজিক একাডেমি ও বাউল সম্প্রদায়ের চেয়ারম্যান এস এম রাজা, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য এনামুল ইসলাম জিন্নাহ, ঈশ্বরদীর সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা সুমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মুলাডুলি পূজা কমিটির গনেশ চন্দ্র সরকার, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দাস, হিন্দু মহাজোটের ঈশ্বরদী পৌর সভাপতি দেব দুলাল রায়, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তুষার মণ্ডল, স্বকাল বাংলা পত্রিকার দেওয়ান সবুজ প্রমূখ।

আরও পড়ুন: ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনির হিড়িক

এসময় শিক্ষক সমিতর সভাপতি জমসেদ আলী, পৌর শ্মশান কমিটির সহ-সভাপতি ডা. জহর লাল বাগচী,  কর্মকারপাড়া মাতৃ মন্দিরের সভাপতি রমেন্দ্র নাথ কর্মকার বেল্টু, সাধারণ সম্পাদক মাধব চন্দ্র পাল, প্রথম আলোর প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, মাহফুজুর রহমান শিফন, শ্মশান কমিটির প্রবীর বিশ্বাস, পৌর মাতৃ মন্দির কমিটির উত্তম সাহা, হরিজন সম্প্রদায়ের মনি বাঁশফোরসহ বিপুল সংখ্যক সচেতন মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন,  প্রিয়া সাহার সাজানো গল্পের আড়ালে অসৎ উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে প্রিয়া সাহার অপকর্মের সুষ্ঠু তদন্ত এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইত্তেফাক/এমআরএম