শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মতলবের জিয়া সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৫:২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের জিয়াউর রহমান (৩২) সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ২২ জুলাই দিবাগত গভীর রাতে ১০/১২ জন সন্ত্রাসী তাকে তিনটি গুলি করে। ঘটনাস্থলেই জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২বছর যাবৎ জিয়াউর রহমান সাউফ আফ্রিকায় মুদিসহ ভ্যারাইটিজ ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি দেশে এসেছিলেন। মাত্র এক মাস আগে দেশ থেকে বেড়িয়ে তিনি সাউথ আফ্রিকায় ফিরে যান। ঘটনার রাত ১০টার দিকেও স্ত্রী তানজিনার সঙ্গে তার মোবাইলে কথা হয়। সংসার জীবনে তার একটি ১৮ মাসে কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন: রামগতিতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্ত্রী তানজিনা বলেন, ‘আমার স্বামীর কোন শত্রু নেই। তিনি পার্টনারে ঐ দেশে ব্যবসা করেন। সন্ত্রাসীরা কোন কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে। আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি ও আমার কন্যা তার মুখখানা শেষবারের মতো দেখতে চাই।’

ইত্তেফাক/নূহু