শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ: পলক

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:৩৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতির স্থপতি। তিনি দেশকে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা সে সুযোগ দেয়নি। তার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি বর্তমান প্রজন্মকে নৈতিকতা, মূল্যবোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট -২০১৯ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বালক দলের বিজয়ী শরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পরে বালিকা দলের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

উল্লেখ্য, খেলায় বালক দলে সরিষাবাড়ি ৭-০ গোলে মাঝগ্রামকে পরাজিত করে এবং বালিকা দলে রামপুর ১-০ গোলে নিংগইনকে পরাজিত করে। 

আরও পড়ুন: পলাশবাড়ীতে নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান প্রমূখ।

ইত্তেফাক/নূহু