শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈশ্বরদীতে গরু বোঝাই নসিমনের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:৩১

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকারপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গরু বোঝাই নসিমনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ঋষিতা খাতুন (৬)। সে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং আজমপুর গ্রামের দিন মজুর রাশেদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিলো ঋষিতা। পথে দাশুড়িয়ার কালিকারপুস্থ নিউ এরা ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম রবি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঋষিতা কালিকাপুরের আজমপুরে নানা শামসুলের বাড়িতে থেকে কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো।

আরও পড়ুন: মুরাদনগরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিউল করিম জানান, ঘাতক নসিমনকে আটক করা সম্ভব হয়নি। লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু