শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গু জ্বরে মারা যাওয়া হোমনার স্কুল শিক্ষিকার দাফন সম্পন্ন

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২১:০৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ফাতেমা আক্তার সোনিয়ার (২৬)  দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার বিকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, স্কুল শিক্ষিকা সোনিয়ার বাবা একই স্কুলের সাবেক শিক্ষক মো. মোকবুল হোসেন গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনিয়া বাবার সেবাযত্ন করতে ঢাকায় গিয়ে শনিবার ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়। পরে তাকে শনিবার রাতেই ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর আজ রবিবার ভোরে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফাতেমার বাবা মাস্টার মো. মোকবল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ডেঙ্গুতে ঢাবির আরো এক শিক্ষার্থীর মৃত্যু

প্রসঙ্গত, সোনিয়ার বিয়ে ঠিক হয়েছে। আগামী সপ্তাহে স্কুল শিক্ষিকা সোনিয়ার বিয়ে হওয়ার কথা ছিল।

ইত্তেফাক/বিএএফ