বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরাজগঞ্জে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ৩৫৪জন

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:০৭

সিরাজগঞ্জে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে আরও ৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন ২০ জনসহ ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের দিয়ে সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩৫৪জন। এদের মধ্যে ৩০২জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৫ দিনে মোট ৩৫৪ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দু-তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে যুবক নিহত

সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু সচেতনতায় সিভিল সার্জন কার্যালয় থেকে প্রচার প্রচারণা ও ব্যানার টানানো হচ্ছে। পাশাপাশি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি।

ইত্তেফাক/নূহু