রংপুরের হাজিরহাট মন্ত্রনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। কান্তি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকা যাচ্ছিল। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১৬ আগস্ট) রাত দশটার দিকে বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ রাস্তার ধারে খাদে পড়ে যায়। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। আহতদের অনেকেই জানিয়েছেন, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন।
আরও পড়ুন: বিভাগ আছে, শিক্ষক নেই
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাছে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৩৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ইত্তেফাক/অনি