শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেনা সদস্যকে এলোপাথাড়ি কোপ, আটক ১

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:৪২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আল-আমিনকে (৪৫) এলোপাথাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। শনিবার সকাল ৯টায় গজারিয়া উপজেলার করিমখাঁ গ্রামের তাঁতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে গজারিয়ার থানা পুলিশ  ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে মো. শামীম মিয়া নামে একজনকে আটক করে।
 
আহত সেনা সদস্য জানান, গত শুক্রবার করিমখাঁ গ্রামের সাবেক মেম্বার জাকারিয়ার কাছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী পাওনা দুই লাখ টাকা চাইতে যায়। এ সময় ক্ষিপ্ত হয়ে তার লোকজন মোহাম্মদ আলীর ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হওয়ায় জাকারিয়ার সমর্থিত শামীম মিয়া ও মুমিন মিয়া দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে।

আরও পড়ুন: ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেফতার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির জানিয়েছেন, মাথার একাধিক গুরুতর জখম ও অতিরিক্ত রক্ত ক্ষরণে অবস্থার অবনতির আশংকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি। জড়িতদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি